 যুক্তরাষ্ট্র , রাশিয়া , চীন ও ইইউ'র তিনটি দেশ--ব্রিটেন , ফ্রান্স ও জার্মানীর উচ্চপদস্থ কূটনীতিকরা ২০ মার্চ নিউইয়র্কে ইরানের পরমাণু সমস্যা নিয়ে বৈঠক করেছেন , তবে বিভিন্ন পক্ষের ঐকমত্য হয় নি ।
সেদিন বিকালে জাতিসংঘস্থ ব্রিটেনের প্রতিনিধিদলের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বলেছেন , বিভিন্ন পক্ষ ইরানের পরমাণু সমস্যায় ঐক্য বজায় রাখা , ইরানকে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও উন্নয়নের সংশ্লিষ্ট তত্পরতা বন্ধ করতে রাজি করানোর প্রতিশ্রুতি দিয়েছে । তিনি বলেছেন , ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের খসড়া বিবৃতিতে বিভিন্ন পক্ষের অগ্রগতি অর্জিত হয়েছে ।
|