চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'য়ের আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২১ মার্চ সকালে পেইচিংয়ে এসে তাঁর দু'দিন ব্যাপী চীন সফর শুরু করেছেন।
সফরকালে হু চিন থাও পুতিনের সঙ্গে বৈঠক করবেন। দু'দেশের নেতারা সার্বিকভাবে দু'দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীরতর করার ব্যাপারে আলোচনা করবে। তারা অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করবেন। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পুতিনের সঙ্গে বৈঠক করবেন। পরে দু'পক্ষ যৌথ বিবৃতি প্রকাশ করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত ধারাবাহিক চুক্তি স্বাক্ষর করবে।
তাছাড়া, চলতি বছর হলো চীনের রাশিয়া বর্ষ। দু'দেশের নেতা চীনের রাশিয়া বর্ষ উদ্বোধনী অনুষ্ঠান ও চীন-রুশ আর্থ-বাণিজ্য শীর্ষ ফোরামে যোগ দেবেন।
|