" ২০০৬ সালে চীনের ৬টি শহরে সাধারণ লোকদের অনিদ্রার অবস্থার ওপর একটি তদন্ত রিপোর্টে " দেখা গেছে , গত এক বছরে চীনের বড় বড় শহরের অর্ধেকেরও বেশী বয়স্ক লোকেরা বিভিন্ন মাত্রায় অনিদ্রায় জর্জরিত ছিলেন ।
২১ মার্চ হচ্ছে বিশ্ব নিদ্রা দিবস । সম্প্রতি পেইচিং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃতীয় হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠান পেইচিংয়ে যুক্তভাবে পেইচিং , শাংহাই , কুয়াং চৌ , নান চিং , থিয়ান চিন ও হাংচৌয়ের সাধারণ লোকদের অনিদ্রার অবস্থার ওপর একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ।
রিপোর্টটিতে দেখা গেছে , উপরোক্ত শহরগুলোতে ৫৭ শতাংশ বয়স্ক লোক অনিদ্রার অসুবিধায় ভুগছেন । এই হার যুক্তরাষ্ট্র, বৃটেন , ফ্রান্স , জার্মানী , জাপান প্রভৃতি শিল্পোন্নত দেশগুলোর সাধারণ লোকদের অনিদ্রার হারের চেয়ে বেশি । জীবন ও কাজের অতিরিক্ত চাপের জন্যে এমন অবস্থা দেখা দিয়েছে ।
|