চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ মার্চ জানান, চীন পক্ষ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলগত রণনৈতিক রিপোর্টে চীন সম্পর্কিত ভুল তথ্যের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তা নিয়ে মার্কিন পক্ষের কাছে কঠোর মতামত প্রকাশ করেছে।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময়ে ছিন কাং বলেন, যুক্তরাষ্ট্র ওই রিপোর্টে একদিকে বলা হয়েছে যে, চীন ও যুক্তরাষ্ট্রের বহু অভিন্ন স্বার্থ রয়েছে, দু'দেশের উচিত সহযোগিতা জোরদার করে সন্ত্রাস দমন ও পরমাণু অবিস্তার ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করা। অন্য দিকে মৌলিক বাস্তব উপেক্ষা করে চীনের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি এবং উন্নয়নের পথ নিয়ে বাজে কথা বলা হয়েছে। তা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে অন্যায্য হস্তক্ষেপ।
ছিন কাং আরো বলেন, চীন পক্ষ যুক্তরাষ্ট্রের কাছে সঠিকভাবে চীনের নীতি ও উন্নয়ন দেখে দু'দেশের সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিকূল কথাগুলো প্রকাশ না করার আহ্বান জানিয়েছে। চীনের আশা যুক্তরাষ্ট্র দু'দেশের গঠনমূলক সহযোগিতামূলক সম্পর্ক আরো ত্বরান্বিত করে অভিন্ন স্বার্থ রক্ষা করতে প্রচেষ্টা চালাবে।
|