চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে দু'দিনব্যাপী রাষ্ট্রীয় সফর করার উদ্দেশ্যে ২১ মার্চ সকালে পেইচিংয়ে পৌঁছেছেন।
সফরকালে হু চিন থাও পুতিনের সঙ্গে বৈঠক করবেন। দু'দেশের দুই প্রেসিডেন্ট চীন ও রাশিয়ার রণনৈতিক সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক নিয়ে সার্বিকভাবে আলোচনা করবেন। এর সঙ্গে সঙ্গে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপক ও গভীরভাবে মত বিনিময় করবেন। জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওও পুতিনের সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষও যুক্ত বিবৃতি প্রকাশ করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত কয়েকটি দলিল স্বাক্ষর করবে।
উল্লেখ্য, পুতিনের এবারকার সফর হচ্ছে চীন ও রাশিয়ার উদ্যোগে উভয় দেশের বর্ষ উদযাপন প্রথম পর্ব অর্থাত্ "রাশিয়া বর্ষ"-এর সময়। হু চিন থাও পুতিনের সঙ্গে চীনের "রাশিয়া বর্ষ"-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং চীন - রাশিয়া শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
|