ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান বারোসো ২০ মার্চ জার্মানীর বার্লিনে জোর দিয়ে বলেছেন, পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের উচিত সর্বসম্মতি-ক্রমে অভিন্ন শক্তি সম্পদ নীতি কার্যকরী করা।
একইদিনে বার্লিনে বারোসো জার্মানীর চ্যান্সেলার এন্ঞ্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য দেশের পৃথক পৃথক শক্তি-সম্পদ নীতি থাকা উচিত নয়। এসব দেশের একই নীতি কার্যকরী করা উচিত।
মার্কেল বলেছেন, জার্মানী সরকার এই প্রস্তাব সমর্থন করেছে এবং এই বিষয়ের ওপর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।
|