২০ মার্চ চীনের যোগাযোগ মন্ত্রণালয় স্বীকার করেছে যে , একইদিন সকালে দক্ষিণ কোরিয়ার সমুদ্রে ঘটা জাহাজ ডুবির ঘটনায় তুভালু'র একটি জাহাজের ১৭ জন চীনা নাবিক সবাই জলে পড়ে যান । এতে ৩ জন নিহত ও ৯ জন নিখোঁজ রয়েছেন , ৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে ।
চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন , দক্ষিণ কোরিয়াস্থ চীনা দূতাবাস এই দুর্ঘটনা সম্পর্কে জেনেছে । বিদেশি জাহাজ চীন নিয়ন্ত্রিত সমুদ্রের বাইরে ডুবে যাওয়ায় সংশ্লিষ্ট দেশ এর সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ উদ্ধার ও ত্রাণ কাজের জন্য দায়ী । তবে চীন পক্ষ ত্রাণ সাহায্য দেবে এবং এই দুর্ঘটনার ওপর নিবিড় দৃষ্টি রাখছে ।
|