এরল্যান্ডের প্রধানমন্ত্রী বার্টি এহের্ন ১৯ মার্চ বলেছেন , যদি উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক সরকারের কাজ পুনরায় শুরু না হয় , তাহলে উত্তর এরল্যান্ডের আঞ্চলিক সংসদ আবার কার্যকর হবে । স্থানীয় তথ্য মাধ্যম মনে করে এহের্নের এই প্রস্তাব হল "উত্তর আয়ারল্যান্ড শান্তি চুক্তি" বাস্তবায়নের প্রক্রিয়ায় অন্য একরকমের বাছাই।
এহের্ন একইদিন ব্রিটিশ প্রচার কম্পানীকে বলেছেন , ব্রিটেন সরকার ও আয়ারল্যান্ড সকরার আশা করে বর্তমানে চালানো সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক সংসদ ও সরকার আবার কার্যকর হতে পারবে । তবে যদি আলোচনায় বিভিন্ন পক্ষ সংশ্লিষ্ট সমস্যায় চুক্তি স্বাক্ষর করতে না পারে , তাহলে বিভিন্ন পক্ষ প্রয়াস চালানোর সঙ্গে সঙ্গে সংসদের কাজ শুরু করবে ।
|