২০ মার্চ ভোরবেলা চারটায় দক্ষিণ কোরিয়ার ইনচেনের নিকটবর্তী সমুদ্রে চীনের " সিনহাই- ৭" মালবাহী জাহাজ দক্ষিণ কোরিয়ার মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় ডুবে যায় । তাতে চীনের তিনজন নাবিক মারা যান আর ৯জন নিখোঁজ হন ।
জানা গেছে , দক্ষিণ কোরিয়ার এক মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় ২ হাজার ৯ ৭২ টনী চীনের " সিনহাই - ৭" মালবাহী জাহাজ ডুবে যায় । ১৭জন চীনা নাবিক সবাই জলে পড়ে যান । এ পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে এবং জানা গেছে ৯জন নিখোঁজ রয়েছেন । নিকটবর্তী জলসীমায় অন্য এক চীনা মালবাহী জাহাজবাকি ৫জনকে উদ্ধার করেছে এবং জরুরীভাবে এদেরকে ইনচিনের এক হাসপাতালে পাঠিয়েছে ।
দুর্ঘটনারপর দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক পুলিশ ও নৌবাহিনী দশ-বারোটি পুলিশ-বোট ও একটি হেলিকপ্টার ত্রান কাজে পাঠিয়েছে । তাছাড়া দক্ষিণ কোরিয়ার দশাধিক বেসরকারী জাহাজও উদ্ধারের কাজে নিয়োজিত হয়েছে ।
|