চীনের সামুদ্রিক তেল লিমিটেড কোম্পানি ২০ মার্চ ঘোষণা করেছে যে , পোহাই উপসাগরে কোম্পানিটি সাফল্যের সঙ্গে নতুন তৈলকুপ খনন করেছে ।
জানা গেছে , তৈলকুপটি পোহাই উপসাগরের মধ্য ও দক্ষিণ- দিকের হুয়াংহো নদীর মোহনায় অবস্থিত । সেখানকার জলসীমার গভীরতা হল ২১.৪ মিটার । পরীক্ষা থেকে জানা গেছে , দিনে কুপটি থেকে ৭৬০ ব্যারেল অশোধিত তেল উত্পাদন করা যাবে ।
এটা এ বছরে কোম্পানিটির আবিষ্কার করা প্রথম তেল কুপ ।
উল্লেখ্য , পোহাই উপসাগরীয় তৈল ক্ষেত্র চীনের তিনটি বৃহত্তম তেলক্ষেত্রের অন্যতম ।
|