বেলারুসের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান লিদিয়া এর্মোশেনা ২০ মার্চ ঘোষণা করেছেন, ১৯ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুকাশেনকো বিজয় লাভ করেছেন। তিনি অব্যাহতভাবে বেলারুসের প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।
নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, লুকাশেনকো ৮২.৬% ভোট পেয়েছেন, তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি---বিরোধী দলের প্রার্থী মিলিনকেভিছ শুধু ৬ শতাংশ ভোট পেয়েছেন। এর্মোশেনা বলেছেন, বেলারুসের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ২০ মার্চ সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে।
৫২ বছর বয়সী লুকাশেনকো ১৯৯৪ সালে বেলারুস স্বাধীন হবার পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০১ সালে প্রেসিডেন্ট পদে পূণঃনির্বাচিত হন। চলতি বছর তিনি প্রেসিডেন্ট পূণঃনির্বাচিত হবার পর তাঁর কার্য-মেয়াদ ২০১১ সালে শেষ হবে।
|