v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-20 10:24:33    
১৩--১৯ মার্চ, ২০০৬

cri
চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ সম্মেলন সমাপ্ত

চীনের জাতীয় গণ কংগ্রেসের ১০দিনব্যাপী বার্ষিক সম্মেলন ১৪ মার্চ পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে আগামী পাঁচ বছরে চীনের জাতীয় অর্থনীতি আর সমাজের উন্নয়নের পরিকল্পিত কার্যক্রম ও সরকারের কর্ম রিপোর্ট অনুমোদিত হয়েছে। চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা এ পরিকল্পনা পর্যালোচনা এবং সংশোধন করেছেন।

পরিকল্পিত কার্যক্রমে বলা হয়, আগামী পাঁচ বছরে চীনের অর্থনীতি প্রতি বছরে গড়পড়তা ৭.৫% হারে বাড়বে। শক্তি সম্পদের সাশ্রয় হবে এবং দুষণ কমবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে, নয়া গ্রাম নির্মাণ করা, অর্থনৈতিক গঠনের সমন্বয় এবং প্রবৃদ্ধির পদ্ধতি উন্নয়ন করা, বিভিন্ন অঞ্চলের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করা, নিজস্ব উদ্ভাবন জোরদার করা ইত্যাদি চীনের প্রধান এবং গুরুত্বপূর্ণ কর্তব্য হবে।

সরকারের কর্ম রিপোর্টে বলা হয়, নয়া সমাজতান্ত্রিক গ্রামের নির্মাণ চীন সরকারের অবকাঠামো নির্মাণের প্রধান পুঁজি বিনিয়োগ হবে, এবং গ্রামে বাধ্যতামূলক শিক্ষা বাস্তবায়ন করা হবে। রিপোর্টে এ বছরে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষ্য ৮% স্থির করা হয়েছে।

সিপিপিসিসির দশম সম্মেলনের চতুর্থ অধিবেশ সমাপ্ত হয়েছে

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ১১দিনব্যাপী বার্ষিক সম্মেলন ১৩ মার্চ পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ভবিষ্যত্ পাঁচ বছরের জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্যে বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়েছে।

সম্মেলনে একটি রাজনৈতিক প্রস্তাবে গ্রামী উত্পাদন শক্তির আরো উন্নয়ন করা, কৃষকদের আয় বাড়ানো, কৃষকের গণতন্ত্রিক অধিকার নিশ্চিত করা, গ্রামের নির্মাণ উন্নয়ন করা, কৃষকদের নিজস্ব উদ্ভাবন বাড়ানো, "স্বাধীন তাইওয়ান" তত্পরতারকে বিরোধিতা ও দমন করা, দু'তীরের সম্পর্ক উন্নয়ন এবং দেশের সরাসরি ঐক্যের জন্যে প্রয়াস চালানোর কথা বলা হয়েছে।

সিপিপিসিসির চেয়ারম্যান চিয়া ছিংলিন সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি বলেছেন, একাদশ পাঁচ সালা পরিকল্পনার বাস্তবায়নের প্রক্রিয়ায় সিপিপিসিসি চীনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মন খুলে প্রস্তাব ও বিল দিবে, জনগণের স্বার্থের ওপর আরো তীক্ষ্ণ নজর রাখবে, জনগণের আশা ও দাবির প্রতিফলন ঘটা, সিপিপিসিসির নির্মাণ সক্রিয়ভাবে জোরদার করবে, গণতন্ত্রিক পার্টি এবং নির্দলায় ব্যক্তিদের ভূমিকা পালন করার উপায় অনুসন্ধান করবে।

সম্মেলন সমাপ্ত হওয়ার পর, প্রায় ৪৯০০টি প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। এসব প্রস্তাব নয়া গ্রামের নির্মাণ, নিজস্ব উদ্ভাবন, শক্তি সম্পদের সাশ্রয়, পরিবেশের সংরক্ষণ, বার্ধ্যতামূলক শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ পাওয়া, ওষুধ আর চিকিত্সা, সমাজ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। সরকার সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং কাজের উন্নয়নের জন্যে প্রচুর প্রস্তাব উপস্থাপিত হয়েছে।

চীন-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে

১৪ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, চলতি বছর হচ্ছে চীন-ভারত মৈত্রী বর্ষ। চীন-ভারত সম্পর্ক নতুন ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, গত বছর সাফল্যের সঙ্গে তিনি ভারত সফর করেছেন। দু'দেশ শান্তি ও সমৃদ্ধি অভিমুখী রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে এবং চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত রাজনৈতিক নির্দেশনমূলক নীতি স্বাক্ষর করেছে। তাছাড়া দু'দেশ আর্থ-বাণিজ্যিক উন্নয়নের পাঁচসালা পরিকল্পনা তৈরী করেছে।

তিনি বিশ্বাস করেন, দু'দেশ সত্যিকারভাবে শক্তিশালী হলে এবং পুরোপুরিভাবে নিজেদের আত্মিক সভ্যতা দেখাতে পারলে সত্যি সত্যিই এশীয় শতাব্দীর আবির্ভাব ঘটবে।

চীন - ভারত মধ্যে ৬৪ কোটি মার্কিন ডলারের বিদ্যুত কেন্দ্র প্রকল্প চুক্তি স্বাক্ষরি

পূর্ব চীনের শানতুং প্রদেশের বৈদেশিক আর্থ-বাণিজ্য বিভাগ সূত্রে জানা গেছে , সম্প্রতি এই প্রদেশের বৈদ্যুতিক ভৌত কাঠামো নির্মাণ সাধারণ কোম্পানি আর ভারতের ভেদানটা এলুমিনিয়াম কোম্পানির মধ্যে ৬৩কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার মূল্যের কয়লাচালিত বিদ্যুত কেন্দ্রের নির্মাণ প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । জানা গেছে , এ পর্যন্ত এটাই প্রথম কোনো চীনা কোম্পানি যা ভারতে সবচেয়ে বেশি মার্কিন ডলার মূল্যের বিদ্যুত কেন্দ্র প্রকল্প নির্মাণ বিষয়ক চুক্তি স্বাক্ষর করলো ।

ভারতের ওড়িষ্যা রাজ্যের থারসুগুদায় অবস্থিত এই বিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজ দুই পর্যায়ে সম্পন্ন হবে । প্রথম পর্যায়ে ১ লক্ষ ৩৫ হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৫টি বিদ্যুত যন্ত্র এবং দ্বিতীয় পর্যায়ে অনুরুপ ক্ষমতাসম্পন্ন ৪টি বিদ্যুত যন্ত্র বসানো হবে ।

রাশিয়া ভারতকে ৬০ টন ইউরেনিয়াম দেবে

"ইন্ডিয়ান টামস" পত্রিকার ১৫ মার্চের খবরে জানা গেছে, ভারত তারাপুর পারমাণবিক বিদ্যুত্ স্টেশনের ১ নং এবং ২ নং পারমাণবিক চুল্লীতে ইউরেনিয়ামের অভাব পূরণের জন্য রাশিয়া ভারতকে ৬০ টন ঘণিভূত ইউরেনিয়াম সরবরাহ করতে রাজি হয়েছে।

  উল্লেখ্য যে, "পরমাণু সরবরাহক রাষ্ট্র গোষ্ঠীর" চুক্তি অনুযায়ী, এই সংস্থার সদস্য দেশগুলো "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে" স্বাক্ষরদাতা দেশ ছাড়া অন্য দেশগুলোকে পরমাণু জ্বালানি সম্পদ সরবরাহ করতে পারে না। এই পর্যন্ত ভারত "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে" স্বাক্ষর করে নি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র আদম এরেলি বলেছেন, ভারতের কাছে রাশিয়ার ঘণীভূত ইউরেনিয়াম দেয়ার সিদ্ধান্ত খুব অকালপক্ষ হয়েছে। কারণ তা ২০০৫ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের স্বাক্ষরিত পরমাণু সম্পদের চুক্তি অনুযায়ী হয় নি। এই চুক্তিতে বেসরকারী ও সামরিক পারমাণবিক স্থাপনা বিচ্ছিন্ন করার বিধান হয়েছে।

১৬ মার্চ হিন্দু পত্রিকার খবরে প্রকাশ, রাশিয়া যে ভারতকে ঘণীভূত ইউরেনিয়াম দেবে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করেছে। তার জন্য ভারত অসন্তোষ প্রকাশ করেছে। ভারত মনে করে, যে ভারতকে রাশিয়ার দেয় ঘণীভূত ইউরেনিয়াম পরমাণু সরবরাহক দেশ গ্রুপের বিধান লঙ্ঘন করে না। এর আগে রাশিয়া পরমাণু সরবরাহক দেশ গ্রুপকে তা জানিয়েছে। এর সঙ্গে সঙ্গে এটার সাথে ভারত - যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তির কোনো সম্পর্ক নেই।

১৫ মার্চ ইউরোপ ও এশিয়ার আরও কিছু দেশে বার্ড ফ্লু আবিষ্কৃত হয়েছে।

ডেনমার্ক সরকার ১৫ মার্চ ঘোষণা করেছে গতসপ্তাহে এদেশের পূর্বাঞ্চলের সিলান দ্বীপে একটি মৃত ঈগল পাখির গায়ে এইচ ৫ বার্ড ফ্লুর ভাইরাস আবিষ্কৃত হয়েছে। সুন্টডেনের কৃষি মন্ত্রণালয় ১৫ মার্চ বলেছে, বৃটেনে ইউরোপীয় গবেষণাগারের পরীক্ষায় সনাক্ত হয়েছে, গতমাসে আবিষ্কৃত দুটি মৃত বুনে হাঁস এইচ পাঁচ এন এক বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

আফগানিস্তানের জইনক কর্মকর্তা ১৫ মার্চ বলেছেন যে, আফগানিস্তানে জাতিসংঘের গবেষণাগারের প্রাথমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী , এইমাসের শুরুতে রাজধানী কাবুলে ও পূর্বাঞ্চলের কিছু কিছু বসতবাড়িতে আবিষ্কৃত এইচ পাঁচ এন এক বার্ড ফ্লুর ভাইরাস নিয়ন্ত্রিত হয়েছে । তা হচ্ছে আফগানিস্তানে প্রথম আবিষ্কৃত বার্ড ফ্লুর ভাইরাস।

আরব লীগের স্বাস্থ্য মন্ত্রী পরিষদ ১৫ মার্চ কাইরোয় তার সদর দপ্তরে ৩০তম সম্মেলনের আয়োজন করেছে, আরব দেশে বার্ড ফ্লুর ভাইরাসের বিস্তার প্রতিরোধ করার জন্যে কার্যকর ব্যবস্থা নেয়া ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে এই সম্মেলনের প্রধান কর্তব্যের অন্যতম।

চীনের মুখ্য জাতীয় পশু চিকিত্সক চিয়া ইয়ৌ লিং ১৮ মার্চ পেইচিংয়ে বলেছেন , গৃহ-পালিত হাস-মুরগীর ওপর সার্বিক টিকাদানের ব্যবস্থা নেয়ার পূর্বশর্তে এ বছর চীনে গত বছরের মত ব্যাপকাকারে বার্ডফ্লু দেখা দেয়ার আশংকা বিরাটমাত্রায় কমে যাবে ।

চিয়া ইয়ৌ লিং আরো জানিয়েছেন , এখন চীন সরকার বিভিন্ন জায়গায় প্রায় ৩ বিলিয়ন টিকা পাঠিয়েছে । আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চীনের অধিকাংশ অঞ্চলে গৃহ-পালিত হাস-মুরগীর ওপর টিকাদানের কাজ মোটামুটি শেষ হবে বলে অনুমান

জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে

৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে ১৫ মার্চ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে ৪৭টি আসন বিশিষ্ট মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে, জেনিভাস্থ বর্তমান মানবাধিকার কাউন্সিলের পরিবর্তে এই কাউন্সিল প্রতিষ্ঠিত হবে।

এই সম্মেলনে প্রস্তাবটির পক্ষে ১৭০টি ও বিপক্ষে চারটি ভোট পাওয়া পড়েছে, আর তিনটি সদস্য দেশ ভোটদানে বিরত ছিলো। এ ফলে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর, জাতিসংঘের মহাসচিব কফি আনান স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আসল কাজ সবেমাত্র শুরু হয়েছে, মানবাধিকার কাউন্সিলের আস্থা সদস্য দেশগুলোর ভূমিকার ওপর নির্ভর কর। তিনি বিভিন্ন সদস্য দেশগুলোর প্রতি প্রতিশ্রুতি মেনে চলা, প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার ব্রতের নতুন পরিস্থিতি সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার মাদাম লোইস আর্বোর একই দিন জেনিভায় একটি বিবৃতিতে বলেছে, মানবাধিকার কাউন্সিলের প্রতিষ্ঠা শুধু একটি শুরু, বিভিন্ন দেশের উচিত মানবজাতির মৌলিক স্বার্থকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধে স্থান দেয়া।

হামাসের মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন

হামাসের মুখপাত্র জুহলি গত শনিবার বলেছেন , হামাস মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন করেছে এবং ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আববাসের কাছে মন্ত্রিসভার নামের তালিকা পেশ করবে । তবে তিনি এই নামের তালিকা প্রকাশ করেন নি । তারপর আব্বাস তাঁর মুখপাত্রের মাধ্যমে বলেছেন , তিনি হামাসের পেশকৃত নামের তালিকা প্রত্যাখ্যান করবেন না ।

ফিলিস্তিনের সংশ্লিষ্ট আইন অনুযায়ী হামাসের মন্ত্রীসভার নামের তালিকা আব্বাসের অনুমোদন পাওয়ার পরই কেবল আইন প্রণয়ন সভার কাছে পেশ করা যাবে এবং আইন প্রণয়ন সভার অনুমোদন পাওয়ার পরই কেবল এই নামের তালিকা কার্যকর হবে । আব্বাসের মুখপাত্র নবিল আবু রুদাইনাহ শনিবার বলেছেন , আব্বাস মনে করেন যে , হামাসকে ক্ষমতাসীন হওয়ার সুযোগ দেয়া উচিত । কাজেই তিনি হামাসের পেশকৃত নামের তালিকা প্রত্যাখ্যান করবেন না ।

একই দিন হামাসের নেতা , ফিলিস্তিনের স্বশাসিত সরকারের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল হানিইয়েহ বিভিন্ন পক্ষের কাছে নতুন সরকারে যোগ দেয়ার আহবান জানিয়েছেন । তিনি ব্যক্ত করেছেন , মন্ত্রিসভার দ্বার সকল পক্ষের জন্যে খোলা রয়েছে ।

আন্তর্জাতিক আদালতে মিলোসেভিচের বিচার কার্যক্রম বন্ধ

জাতি সংঘের প্রাক্তন যুগোশ্লাভিয়া সংক্রান্ত আন্তর্জাতিক ফৌজদারী আদালতের একজন বিচারপতি ১৪ মার্চ বলেছেন , মিলোসেভিচ মৃত্যুবরণ করেছেন বলে এই আদালত তার বিচার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ।

তার ৪ বছর স্থায়ী বিচার আনুষ্ঠানিকভাবে বন্ধ করার জন্য হেগ আদালত একটি লিখিত আদেশনামা প্রকাশ করবে ।

তা ছাড়া প্রাক্তন যুগোশ্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচের ময়না তদন্ত সম্পর্কিত অবস্থা জানবার জন্য রাশিয়ার একটি চিকিত্সা বিশেষজ্ঞ গ্রুপও একই দিন হেগের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ।

ময়না তদন্তের প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে , মিলোসেভিচ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ।

প্রাক্তন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের শেষকৃত্যানুষ্ঠান গত শনিবার সার্বিয়া ও মন্টে নেগ্রোর পোজারেভাচ শহরে অনুষ্ঠিত হয় ।

মিলোসেভিচের লাশ কবর দেয়ার আগে পোজারেভাচ শহরের মুক্তি মহাচত্বরে এক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই শহরের অধিবাসী , সার্বিয়ার বিভিন্ন স্থান থেকে আসা জনতা এবং পৃথিবীর নানা জায়গা থেকে আসা লোক সহ হাজার হাজার মানুষ শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অপহৃত ৯ জন বিদেশী জিম্মীর সবাই মুক্ত

ফিলিস্তিন স্বায়ত্তশাসন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৫ মার্চ গণ-মাধ্যমকে জানিয়েছে যে, ১৪ মার্চ পি এফ এল সশস্ত্র ব্যক্তিদের হাতে অপহৃত ৯ জন বিদেশী জিম্মীর সবাই মুক্তি পেয়েছেন। পরে ফ্রান্স, কানাডা ও দক্ষিণ কোরিয়া সরকার এই খবরের সত্যতা স্বীকার করেছে।

ফিলিস্তিন স্বায়ত্তশাসন সরকারের মুখপাত্র বলেছেন, ১৫ মার্চ পি এফ এল সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণ গাজা এলাকায় পুলিশের কাছে ২ জন ফরাসী ও ১ জন দক্ষিণ কোরীয় সাংবাদদাতাকে হস্তান্তর করেছে। এর আগে, বিভিন্ন পক্ষের সমন্বয়ের মাধ্যমে ১৪ মার্চ পি এফ এল ৬ জন বিদেশী জিম্মীকে মুক্তি দিয়েছে। এপর্যন্ত অপহৃত ৯ জন বিদেশী জিম্মীর সব ক'জনই মুক্ত হয়েছে।