v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-20 10:17:52    
২০ মার্চ

cri
    মাও জে দং চীনের কমিউনিস্ট পাটির প্রকৃত নেতা হন

১৯৪৩ সালের ২০ মার্চ চীনের কমিউনিস্ট পাটির পলিট ব্যুরোর একটি অধিবেশনে মাও জে ডং চীনের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নিবার্চিত হন।তখন থেকেই তিনি চীনের কমিউনিস্ট পাটির শীর্ষনেতা হন।

    চীন সরকার তিব্বতের দাঙ্গা দমন করে

১৯৫৯ সালের ২০ মার্চ চীন সরকার তিব্বতের দাঙ্গা দমন করে। এর আগে স্বাধীন তিব্বত প্রয়াসী বিছিন্নতাবাদীরা তিব্বতস্থ চীনের গণ মুক্তি ফৌজের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। আস্তে আস্তে এই মিছিল দাঙ্গাতে পরিণত হয়। দাঙ্গাকারীরা গাড়ী আর স্থাপত্যগুলো পুড়িয়ে দেয়। নিরুপায় চীন সরকারের নির্দেশে তিব্বতস্থ চীনের গণ মুক্তি ফৌজ দাঙ্গাকারীদের দমন করে। কিছু দিন পর এই দাঙ্গা প্রশমিত হয়। উল্লেখ্য ১৯৫০ সালে তিব্বত মক্তি হয়।

    প্রথমনাজি কনসেনট্রেশন ক্যাম্প গড়ে তুলে

১৯৩৩ সালের ২০ মার্চ প্রথম কনসেনট্রেশন ক্যাম্পশিবির জামার্নীর মিউনেখে প্রতিষ্ঠিত হয়। এক মাসের মধ্যে ১৫ হাজার যুদ্ধাপরাধিকে এই শিবিরে পাঠানো হয়।

    জ্যাকশিরাক আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

১৯৮৬ সালের ২০ মার্চ জ্যাক শিরাক আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

    রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে তোলপাড় সৃষ্টি হয়

১৯৯৩ সালের ২০ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলসিন টেলিভিশনের মাধ্যে সারা দেশের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি ঘোষণা করেন, সে বছরের ২৫ এপ্রিল প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের উপর আস্থার ভোট দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে তিনি সংবিধান সংশোধনের কথাও ঘোষণা করেন। ২৩ মার্চ রাশিয়ার নবম জরুরী গণ কংগ্রেসে বিভিন্ন দলের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়। এই জরুরী গণ কংগ্রেসে যথাক্রমে প্রেসিডেন্ট ইয়েলসিন আর স্পীকার হসবোলোফকে পদত্যাগ করার দাবি জানানো হয়।অবশেষে কংগ্রেসে ২৫ এপ্রিলগণ ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    টোকিও পাতাল রেলপথে ' শালিন' বিষাক্ত গ্যাসের ঘটনা ঘটে

১৯৯৫ সালের ২০ মার্চ টোকিওয়ের তিনটি পাতাল রেলপথে যথাক্রমে ' শালিন বিষাক্ত গ্যাসের ঘটনা ঘটে। এই ঘটনায় দশ জন মারা যায় , পাঁচ হাজারাধিক লোক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। জাপানের ইতিহাসে সবচেয়ে গুরুতর ঘটনা জাপান সরকারের অভ্যন্তরে তোলপড়া সৃষ্টি করে।

   ইরাকের উত্তরাঞ্চলে খুদি বাহিনীর উপর কুরকি সৈন্যবাহিনীর নিমূর্ল অভিযান

১৯৯৫ সালের ২০ মার্চ জঙ্গী বিমান আর ট্যাংকগুলোর সাহায্যে ৩৫০০ তুরকি সৈন্য ইরাকের উত্তরাঞ্চল খুদকি বাহিনীর উপর নিমূর্ল অভিযান চালায়। ইরাক সরকার এই প্রতি তীব্র প্রতিবাদ জানায় এবং তুরুস্ক সরকারের উদ্দেশ্যে অবিলম্বে তাদের সৈন্য সরিয়ে নেয়ার দাবী জানায় । বিশ্ব সমাজও পর পর তুরস্কের এই আচরণের নিন্দা করে। ৮ এপ্রিল তুরস্ক সরকার ইরাকের উত্তরাঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

    ব্রিটেনের ম্যাডকাউ রোগ সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করে

১৯৯৬ সালের ২০ মার্চ ব্রিটেনে ম্যাডকাউ রোগের বিস্তার দেখা দেয় ।এতে আট জন মানুষের প্রাণহানি ঘটার খবর প্রকাশিত হয়। এই খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটেন তথা সারা বিশ্বের আতঙ্কের সৃষ্টি হয়।

    মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে

২০০০ সালের ২০ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উপর আক্রমণ করে।