ফ্রান্সের পুলিশ বিভাগ সুত্রে জানা গেছে , ১৮ মার্চ ফ্রান্সে মোট দশ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে সরকারের " প্রথম মজুরি চুক্তি" বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ।
নিরাপত্তা রক্ষার্থেপুলিশ বিভাগ বিপুল পুলিশ পাঠিয়েছে এবং ৫৯জন গোলমাল সৃষ্টিকারীকে গ্রেপ্তার করেছে । সংঘর্ষে ৪জন পুলিশ আর ১২জন মিছিলকারী আহত হয়েছেন ।
মিছিলের সংগঠক ছাত্র ও ট্রেডইউনিয়নের প্রতিনিধিরা সরাসরি প্রেসিডেন্ট সিরাকের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন । চিঠিতে তারা তাঁকে নতুন বিলটি প্রকাশ না করার আবেদন জানাবেন এবং সরকারের কাছে ৪৮ ঘন্টার মধ্যে বিলটি ফিরিয়ে আনবেন কিনা তা উত্তর দেয়ার দাবী জানাবেন । নইলে তারা অব্যাহতভাবে প্রতিবাদ ও ধর্মঘট পালন করবেন ।
নতুন বিলটি অনুযায়ী ২০ জন শ্রমিক সম্পন্ন শিল্পপ্রতিষ্ঠান ২৬ বছর বয়সের নিচের যুবকযুবতীদের সঙ্গে মজুরি চুক্তি সম্পাদনের প্রথম দু বছরে যথেচ্ছাভাবে তাদেরকে ছাটাই করতে পারবে এবং এজন্যে কোনো কারণ ব্যাখার দরকার নেই ।
|