ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছেহ মোত্তাকি ১৮ মার্চ জানিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ইরানের ন্যূনতম শর্ত হলো ইরানের পারমাণবিক গবেষণার অধিকার সুনিশ্চিত করতে হবে।
ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মোত্তাকি একইদিনে তেহরানে বলেছেন, আলোচনায় সংশ্লিষ্ট পক্ষের ইরানের উদ্বেগ বিবেচনা করা উচিত। যদি ইরান বৈধ অধিকার না পায় তাহলে ইরান আলোচনা থেকে সরে যাবে এবং অন্য পক্ষের সিদ্ধান্ত মেনে নেবে না। মোত্তাকি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক গবেষণার অধিকার সুনিশ্চিত করা হলো ইরানের আলোচনা চালানোর ন্যূনতম পূর্বশর্ত।
মোত্তাকি অন্যান্য দেশের কাছে ইরানের পারমাণবিক সমস্যায় ন্যায্য ও যুক্তিসঙ্গত মতাধিষ্ঠান পোষণের দাবি জানিয়েছেন।
|