বর্তমানে চীনের পেইচিংয়ে মেধাস্বত্ব রক্ষা সম্পর্কে নালিশ জানানোর কেন্দ্র গঠিত হয়েছে , এবং মেধা স্বত্ব রক্ষা করার জন্য আরো বেশী প্রয়াস চালানো হবে ।
১৭ মার্চ অনুষ্ঠিত পেইচিংয়ের বাজারের অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কর্মঅধিবেশনে জানা গেছে , পেইচিংয়ের মেধাস্বত্ব সম্পর্কিত নালিশ জানানোর ব্যবস্থা জোরদার হবে । পেইচিংয়ের ছাও ইয়াং অঞ্চলের সিউ সুই বাজার ও হাই দিয়েন অঞ্চলের চুং কুয়ান ছুন ইত্যাদি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং কাপড় , ব্যাগ , সফ্টওয়্যার ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মেধাস্বত্ব রক্ষার জন্য আরো বেশি প্রয়াস চালানো হবে । অবৈধ আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
পেইচিংয়ের শিল্প ও বাণিজ্য ব্যুরো থেকে জানা গেছে , গত বছরে পেইচিংয়ে চালানো মেধাস্বত্ব রক্ষার বিশেষ তত্পরতায় মোট ৩৫৫ জন গ্রেফতার হয়েছে ।
|