১৭ মার্চ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কর্মকর্তারা ইরাকের নিরাপত্তা বাহিনীর সামর্থ্যের স্বীকৃতী দিয়েছেন এবং বলেছেন যে , নিরাপত্তা বাহিনীর কাছে ধাপে ধাপে ইরাকের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করবেন ।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার পিটার চিয়ারেলী একইদিন বাগদাদে দূরপাল্লার টি ভির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবাদদাতাদেরকে বলেছেন , ইরাকের নিরাপত্তা বাহিনীর সামর্থ্য দ্রুতভাবে জোরদার হয়েছে বলে চলতি বছরের গ্রীষ্মকাল শেষের আগে মার্কিন বাহিনী ইরাকের নিরাপত্তা বাহিনীর কাছে ইরাকে ৭৫ শতাংশ নিরাপত্তা রক্ষার দায়িত্ব হস্তান্তর করবে ।
একইদিন , বাগদাদে সফররত ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন রেইড নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরাকি বাহিনীর অগ্রগতির প্রশংসা করেছেন । তিনি আরেক বার ঘোষণা করেছেন , ইরাকের পরিস্থিতি স্থিতিশীল হলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরাকের কাছে নিরাপত্তা নিয়ন্ত্রণের অধিকার হস্তান্তর করবে । আগামী মাসে ইরাকের নতুন সরকার গঠিত হলে সংশ্লিষ্ট কাজ শুরু হবে ।
|