১৭ মার্চ আয়োজিত সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক সমস্যা আলোচনা করা হয়েছে। জাতিসংঘস্থ যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি সম্মেলনের পর বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যা সম্বন্ধে নিরাপত্তা পরিষদ চেয়ারম্যান বিবৃতিতে প্রায় একমত হয়েছে বলে এই বিবৃতি সম্ভবত আগামী সপ্তাহে প্রকাশ হবে।
জাতিসংঘস্থ ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেন মার্ক ডিলা সাব্লিয়ের ও ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি জনস পেরি বলেছেন, যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে বিবৃতি প্রকাশ করতে পারে তাহলে ইরানের পারমাণবিক সমস্যা আবার রিপোর্ট করার সময়সূচিতে ফ্রান্স ও ব্রিটেন নমনীয় অধিষ্ঠান পোষণ করবে। পেরি আরো বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একই সময়ে তার পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে নতুন রিপোর্ট দেবে। জাতিসংঘস্থ মার্কিন স্থায়ী প্রতিনিধি জন বোল্টন বলেছেন, নিরাপত্তা পরিষদে ২০ মার্চ ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আবার আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবার সম্মেলনের আগে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেছেন, চীন ও রাশিয়া ব্রিটেন ও ফ্রান্সের খসড়া নিয়ে ভিন্ন মত পোষণ করে। চীন ও রাশিয়ার মতে ইরানের সমস্যা সমাধানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে যথেষ্ট সময় দেয়া উচিত। নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে স্থানান্তর করা উচিত নয়, বরং তার ভূমিকা আরো জোরদার করা উচিত।
|