আন্তর্জাতিক পানি ফোরাম ও পানি বিষয়ক প্রদর্শনী ১৭ মার্চ মেক্সিকো শহরে শুরু হয়েছে। চতুর্থ আন্তর্জাতিক পানি ফোরামের এক অংশ হিসেবে এই দুটি তত্পরতার প্রধান লক্ষ্য হলো বস্তু ও ছবি প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণকে বৈধ ও টেকসই পানি সম্পদ ব্যবহার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো।
জানা গেছে, ৫দিনব্যাপী পানি ফোরাম চলাকালে পানি সম্পদের সুরক্ষা ও ব্যবহার ক্ষেত্রের সবচেয়ে নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি জনসাধারণকে দেখানো হবে। যাতে পানি সুরক্ষা ও সাশ্রয়ের তথ্য জনসাধারণ জানতে পারে। ৬দিনব্যাপী পানি বিষয়ক প্রদর্শনী চলাকালে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা ও গবেষণাগার পানি সুরক্ষা ক্ষেত্রে তাদের অর্জিত সাফল্য জনসাধারণকে জানাবে। তাতে দেখা যায় এবারকার আন্তর্জাতিক পানি ফোরামের প্রধান থিম "বিভিন্ন অঞ্চলে তত্পরতা নিয়ে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা"।
জানা গেছে, ইউরোপ, আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগর, মধ্য-এশিয়া ও আফ্রিকা ইত্যাদি অঞ্চলের দেশ ও সংস্থার প্রতিনিধির দুটি তত্পরতায় অংশ নিচ্ছেন।
|