ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থা ফাতাহর নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা ১৭ মার্চ বলেছেন , ফাতাহর কেন্দ্রীয় কমিটি ১৬ মার্চ ফিলিস্তিন ইসলামী আন্দোলন হামাসের নেতৃত্বাধীন সরকারে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
ফাতাহ আর হামাস যুক্ত মন্ত্রিসভা গঠনের ব্যাপারে কতকগুলো ধারাবাহিক বৈঠক করেছে । ফাতাহ ইসরাইলের সংগে আলোচনাকে ফিলিস্তিন স্বশাসন সরকারের রণনৈতিক নীতি হিসেবে ধার্য করার দাবি জানিয়েছে । কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে ।
খবরে প্রকাশ , হামাস ১৮ মার্চ ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের কাছে মন্ত্রিসভার নামের তালিকা অর্পন করবে এবং অনুমোদনের জন্য ২০ মার্চ ফিলিস্তিন সংসদের কাছে দাখিল করবে ।
|