v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-17 20:41:07    
১৮ মার্চ

cri
** উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার জন্ম

  ১৯৪৯ সালের ১৮ই মার্চ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নেটো প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন সৌভিয়েত ইউনিয়ান এবং তার মিত্র দেশগুলোকে মোকাবিলা করাই উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গড়ে তোলার প্রধানউদ্দেশ্য।পাশ্চাত্যের ১২টি দেশের সংঘ নিয়ে এটি সংস্থা গঠিত হয়। এ সব মিত্র দেশ ঘোষণা করেছিল এই সংস্থার প্রতিষ্ঠা "শান্তি ও নিরাপত্তা রক্ষার অনুকূল।

  এ সব মিত্র দেশ মনে করে, তাদের মধ্যে যে কোনো একটি দেশ আক্রান্ত হলে সকল মিত্র দেশের উপরে আক্রমন বলে গণ্য করা হয়।তারা মনে করে, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা তাদের লক্ষ্য।তা ছাড়া, তারা জাতি সংঘকে সমর্থন করার কথা আবার ঘোষণা করেছে।

  ১৯৪৯ সালের মার্চ মাসের প্রথম দিকে বেলজিয়ামের কমিউনিষ্ট পাটির গৃহীত একটি সিদ্ধান্তে " সৌভিয়েত ইউনিয়ানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ" বাঁধানোর বিরোধীতা প্রকাশ করা হয়।ইতালিও জামার্নীর বামপন্থীরাও প্রকাশ্যে তীব্র বিরোধীতা জানায়।

  মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, বৃটেন, জার্মানী, বেলজিয়াম, নেদারল্যান্স, লাকসেমবার্গ প্রভৃতি দেশ এই চুক্তি প্রণয়ন করে।ইতালি, নওয়ের , ডেনমার্ক, পতুর্গাল প্রভৃতি দেশ আমন্ত্রণক্রমে ১৯৪৯ সালের এপ্রিল মাসে এই চুক্তিতে স্বাক্ষর করে।

** সাংহাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত

  ১৯২২ সালের ১৮ মার্চ চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা সাংহাই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন।

  সাংহাই বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান-ভিত্তিক ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাধান্য বিশিষ্ট চীনের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাহজ ও সমুদ্র প্রকল্প , যন্ত্রপাতি ও চালিকাশক্তি প্রকল্প, ইলেক্ট্রনিক তথ্য ও বৈদ্যুতিকীকরণ প্রকল্প ইত্যাদি একুশটি কলেজ ও পঁঞ্চন্নটি ব্যাচেলার্স ডিগ্রির বিশেষ বিষয় অর্থাত্ বিজ্ঞান , ইঞ্জিনিয়ারিং, লিবারেল আর্টস, ব্যবস্থাপনা, কৃষি, অর্থনীতি, আইন, শিক্ষা ইত্যাদি বিষয় আছে। এর মধ্যে টেলিযোগাযোগ ও ইলেক্ট্রনিক ব্যবস্থা, জাহাজ ও সমুদ্র প্রকল্প, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, কম্পজিট, ধাতুর প্লাস্টিসিটি প্রক্রিয়াকরণ ইত্যাদি কয়েকটি বিষয়ের মান বিশ্বের প্রথম শ্রেণীর কাছাকাছি হয়েছে।   

  বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে চৌদ্দ হাজারেরও বিশি ফুল-টাইম ব্যাচেলার্স ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রী, সাত হাজারেরও বেশি মাস্টারস ডিগ্রিপ্রার্থী ও ডক্টরেট ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং এক হাজার ছয় শোরোরও বেশি বিদেশী ছাত্রছাত্রী আছে। অনেক বছর ধরে সাংহাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের জন্য এক লক্ষেরও বেশি শ্রেষ্ঠ দক্ষ ব্যক্তিকে গড়ে তুলেছে। এদের মধ্যে রয়েছেন বেশ কিছু উল্লেখযোগ্য রাজনীতিবিদ, সমাজের কর্মনায়ক , শিল্পপতি, বৈজ্ঞানিক, অধ্যাপক এবং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশেষজ্ঞ।

  অর্থনীতি, আইন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিদ্যাগত সাফল্য বেশ উল্লেখযোগ্য। সাংহাই বিশ্ববিদ্যালয়ের ছ'টি এলাকার গ্রন্হাগারগুলোর মোট মেঝের আয়তন উনষাট হাজার বর্গমিটারের মতো। মোট উনষাট লক্ষ দশ হাজাটির মতো বই সংরক্ষিত আছে। এটি হচ্ছে চীনের বৃহত্তম সবচেয়ে বেশী শাখার সবচেয়ে বেশি বই সংরক্ষণকারী বিশ্ববিদ্যালয়ের গ্রন্হাগারগুলোর অন্যতম।

  সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ শাখার উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে শিক্ষক প্রশিক্ষণের বহির্ভূত কিছু শিক্ষারও উন্নতিসাধন করেছে। তাছাড়া সাংহাই বিশ্ববিদ্যালয় তার শিক্ষা ব্যবস্থাপনা সম্পদের পূর্ণ সদ্ব্যবহার করে বিপুলসংখ্যক কর্মরত শিক্ষক শিক্ষিকা ও ক্যাডারদেরও প্রশিক্ষণ দিয়েছে।