চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছিওয়েই ১৭ মার্চ বলেছেন যে, মধ্য-চীনের ছয়টি প্রদেশের ইতিহাস ও সংস্কৃতি সুপ্রাচীন , প্রাকৃতিক ও সাংস্কৃতিক পর্যটনসম্পদ সমৃদ্ধ। তাই তার পর্যটন আকর্ষণ বেশী ।
তিনি চীনের চেংচৌ শহরে অনুষ্ঠিত একটি মধ্যচীন সংশ্লিষ্ট পর্যটন ফোরামে এসব কথা বলেছেন। তিনি আশা করেন যে মধ্য চীনের বিভিন্ন প্রদেশের মধ্যে আঞ্চলিক পর্যটন সহযোগিতা ব্যবস্থা স্থাপিত হবে এবং পর্যটনের চমত্কার রোড-ম্যাপ প্রণীত হবে , যাতে বেশি পর্যটক এখানে বেড়াতে উদ্বদ্ধ হয়।
মধ্যচীনের প্রদেশগুলোর মাঝে রয়েছে হোনান, হুনান, শানসি ইত্যাদি মোট ছয়টি প্রদেশ। সারা দেশের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চীন মধ্যচীনের উন্নয়নের রননীতি ত্বরান্বিত করবে।
|