|
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৬ মার্চ লেবান্নের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরি হত্যার আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রধান সের্গে ব্রাম্মার্জের রিপোর্ট শোনার পর চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করে চলেছে যে, তদন্ত কমিটির কাজ ও সিরিয়ার সহযোগিতা বিশ্বাসযোগ্য।
বিবৃতিতে বলা হয়েছে যে, তদন্ত কমিটি ও মিরিয়া সরকার মিরিয়া পক্ষের সার্বিক সহযোগিতার প্রশ্নে একমত হয়েছে। এতে আশা করা হয়েছে, এসব মতামত নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের বিষয় অনুযায়ী ভালভাবে কার্যকরী হবে।
বিবৃতিতে লেবান্নের আইন সংস্থা তদন্ত কমিটিকে যে কারিগরী সহায়তা দিয়েছে এবং ২০০৪ সাল থেকে অন্যান্য হত্যা কাক্ত তদন্তে সমর্থন দিয়েছে, তার প্রতিও স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অব্যাহতভাবে তদন্ত কমিটির কাজের প্রতি সমর্থন দেবে বলে ঘোষণা করা হয়েছে।
|