সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ, চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বন ব্যুরো ইত্যাদি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল রয়েছে ২১টি।
জানা গেছে, ২০০১ সালে অতিবিরল প্রাণী ও বৃক্ষের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল নির্মাণ পরিকল্পনা শুরু হওয়ার পর থেকে, অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বন শিল্প ব্যুরো বন, জলাভুমি, মরু অঞ্চল ইত্যাদি সহ বিভিন্ন ধরনের সংরক্ষণ অঞ্চল ১২৫টি প্রতিষ্ঠা করেছে। এতে কার্যকরভাবে ১২৬ প্রজাতির প্রধান বুনো প্রাণীর গুরুত্বপূর্ণ থাকার জায়গা ও বহু ধরনের প্রধান বুনো প্রাণী ও বৃক্ষের স্থান সংরক্ষণ করা হয়েছে।
|