ই ইউ কমিশন ১৬ মার্চ ব্রাসেলসে ঘোষণা করেছে , বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ই ইউ'র ডাম্পিং বিরোধী কমিশন চীন আর ভিয়েত্নাম থেকে আমদানিকৃত চামড়ার জুতার প্রতি অস্থায়ী ডাম্পিং বিরোধী কর আদায় করার ব্যাপারে একমত হয়েছে । আগামী সপ্তাহে ই ইউ কমিশন এ নিয়ে সিদ্ধান্ত নেবে ।
ই ইউ'র একটি বিবৃতিতে বলা হয়েছে , ই ইউ'র বাণিজ্য কমিশনার পিটার ম্যান্ডেলসনের সংশ্লিষ্ট বিল নিয়ে আলোচনা করার সময় বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিদের ব্যাপক মতবিরোধ রয়েছে । খবরে প্রকাশ , ই ইউ'র ডাম্পিং বিরোধী কমিশনের মধ্যে সুইডেন , নেদারল্যান্ডস্ প্রভৃতি দেশ ম্যানডেলসনের প্রস্তাবের বিরোধিতা করেছে । সুইডেনের বেশির ভাগ ব্যবসায়ী মনে করেন যে , ই ইউ'র এই পদক্ষেপ গ্রহণ করা হলে অবশেষে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন । তা ছাড়া ইউরোপের ক্রীড়া দ্রব্য ফেডারেশন মনে করে যে , ডাম্পিং বিরোধী কর আদায় করায় দ্রব্য মূল্য অযুক্তিযুক্তভাবে বেড়ে যাবে ।
|