এবছর চীনের তত্ত্বাবধান সংস্থা নেতৃস্থানীয় ক্যাডারদের শৃংখলা আর আইন লংঘনের শাস্তি জোরদার করবে । গুরুতর দুর্নীতিতে জড়িতদের আইন অনুসারে শাস্তি দেয়া হবে ।
১৭ মার্চ চীনের তত্ত্বাবধান মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , বৈধ প্রশাসনিক দায়িত্ব পালন করা আর প্রশাসনিক কাজের ফলপ্রসূতা বাড়াবার জন্য এবছর চীনের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রশাসনিক প্রতিষ্ঠান আর কর্মীদের তত্ত্বাবধান করবে । যে সব প্রতিষ্ঠান জনগণের জীবনযাত্রা ও গণ-পরিসেবার জন্য দায়িত্ব পালন করে , সে সব প্রতিষ্ঠানের ওপর ব্যাপকভাবে তত্ত্বাবধান করা হবে । কয়লা খনিতে পুঁজিবিনিয়োগ , ভূমি ব্যবহার , পুরানো নগরীর পুনর্গঠন আর শিল্প প্রতিষ্ঠানের মালিকানা ব্যবস্থার পুনর্গঠন প্রভৃতি ক্ষেত্রে যারা ক্ষমতা অপব্যবহার বা অসাধুতা অবলম্বন করেছেন , তাদের আচরণ সংশোধন করা হবে ।
|