মার্কিন রাজনৈতিক কাজকর্ম বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী বার্নস্ ১৬ মার্চ একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বুশের ভারত সফরকালে ভারতের সংগে স্বাক্ষরিত দুদেশের বেসামরিক পরমাণু শক্তির সহযোগিতা প্রটোকল মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য কয়েক মাস লাগবে ।
তিনি বলেছেন , এ পর্যন্ত কংগ্রেসের বহু সদস্য মনে করেন যে , এই প্রটোকলের জন্য আরো বেশি আলোচনা আর ব্যাখ্যা প্রয়োজন । এর ভিত্তিতে ভোট দান করা যাবে । কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে , দুদেশের বেসামরিক পরমাণু শক্তির সহযোগিতা প্রকোটল পরবর্তী কয়েক মাসের মধ্যে কংগ্রেসে অনুমোদিত হতে পারে ।
দুদেশের স্বাক্ষরিত এই প্রটোকল মার্কিন কংগ্রেসে সমালোচিত হয়েছে । কারণ ভারত বরাবরই পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে আসছে ।
|