আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাত্ আই এম এফ এর চেয়ারম্যান রোডরিগো রাটো ১৬ মার্চ আফ্রিকান দেশগুলোর উদ্দেশ্যে সরকারী পাবলিক ব্যয়ের ব্যবস্থাপনা জোরদার করা এবং ঋণ সমস্যায় বাস্তব ও গ্রহণযোগ্য ব্যবস্থা চালানোর আহ্বান জানিয়েছেন, যাতে বিপুল পরিমাণ বিদেশী ঋণ পরিশোধ করতে পারে না এমন কঠিন অবস্থায় আর পড়তে না হয়।
জাম্বিয়ার রাজধানী লুসাকায় আই এম এফ আর আফ্রিকান অর্থমন্ত্রীদের গোল টেবিল সম্মেলনে যোগদানকারী রাটো বলেছেন, আফ্রিকার উচিত আন্তর্জাতিক সমাজের আফ্রিকার ঋণ মওকুফ করা এবং আফ্রিকাকে সাহায্যদান বাড়ানোর সুযোগ আঁকড়ে ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দারিদ্র্য কমানো, যাতে ২০১৫ সালের আগে সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করা যায়।
রাটো বর্তমান আফ্রিকার গোটা অর্থনৈতিক বিকাশের ভবিষ্যত সম্ভাবনার প্রতি সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ২০০৬ সালে আফ্রিকার অর্থনৈতিক বৃদ্ধি হার ৫.৪ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে , কিন্তু এমন বৃদ্ধির গতি স্পষ্টই যথাযথ হয় নি।
|