রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১৬ মার্চ মস্কোয় জি-৮-এর শক্তি সম্পদ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, রাশিয়া দূর প্রাচ্যে তেল পাইপ লাইন ইত্যাদি বিরাট শক্তি সম্পদের প্রকল্প কার্যকরী করার কথা বিবেচনা করবে। এসব প্রকল্পের কার্যকরীকরণ বিশ্বের শক্তি সম্পদের নিরাপত্তা জোরদার করার অনুকূল হবে।
পুতিন বলেছেন, রাশিয়া শ্টোকমান প্রাকৃতিক গ্যাস উন্নয়ন করার বিবেচনা করছে। উত্তর ইউরোপের প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন নিমার্ণের কাজ পুরাদমে চলছে। পূর্ব সাইবেরিয়া থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত দূর প্রাচ্যের তেল পাইপ প্রকল্প সংক্রান্ত সমস্যা সমাধান করা হচ্ছে।
উল্লেখ্য, মস্কোয় অনুষ্ঠিত জি-৮-এর শক্তি সম্পদ মন্ত্রী সম্মেলন একইদিনে সমাপ্ত হয়েছে। রাশিয়ার শিল্প ও শক্তিসম্পদ মন্ত্রী খ্রিস্টেনকো সম্মেলনে জি-৮-এর প্রতি আরো বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন, যাতে তৃতীয় বিশ্বের দেশের শক্তি সম্পদের দরিদ্র অবস্থা ি দূর করা যায়।
|