চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং ১৬ মার্চ বলেছেন , পূর্ব সাগরের সীমান্ত ভাগাভাগির বিষয়ে চীন ও জাপানের বিরোধ আছে । চীন সংলাপের মাধ্যমে তা মীমাংসা করার পক্ষপাতী । যদি জাপান বিরোধপূর্ণ এলাকায় একতরফাভাবে কার্যকলাপ অবলম্বন করে , তাহলে তা চীনের সার্বভৌমত্ব লংঘন করবে । চীন দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
তিনি পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন পূর্ব সাগরে যে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের তত্পরতা চালাচ্ছে , তা জাপানের সংগে বিরোধহীন চীনের নিকটবর্তী সাগরে চালানো হচ্ছে । এটা সার্বভৌমত্বের স্বাভাবিক তত্পরতার পরিচায়ক । চীন জাপানের সংগে সংলাপের মাধ্যমে পূর্ব সাগরের সংশ্লিষ্টসমস্যা নিষ্পত্তি করার আশা করে ।
|