সাহেল-সাহারান রাষ্ট্রগোষ্ঠীর উপ-মহাসচিব ১৫ মার্চ বলেছেন যে, এই সংস্থা আশা করে এই অঞ্চলে ধাপে ধাপে অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হবে, যাতে তা বিশ্বের অন্যতম শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিশালী এলাকায় পরিণত হতে পারে ।
এই কর্মকর্তা সাহেল-সাহারান রাষ্ট্রগোষ্ঠীর নির্বাহী কমিটির ১৩তম সমিতির বিশেষজ্ঞের অধিবেশনে এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা হিসেবে, সাহেল-সাহারান গোষ্ঠী অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার আশা করে। তাছাড়াও তিনি এই এলাকায় যৌথ কৃষিপণ্য বাজার প্রতিষ্ঠিত হবে বলেও আশা করেছেন, যাতে সদস্য দেশগুলোর মধ্যে মানুষ ও সম্পদের সম-বন্টন ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে। অবশেষে তা সমগ্র আফ্রিকার একটি ঐক্যবদ্ধ অর্থনৈতিক কমিউনিটিতে পরিণত হবে ।
|