আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থার মহা-পরিচালক রোডোরিগো রাটো ১৫ মার্চ বলেছেন, দাতা দেশ ও সংস্থা আফ্রিকার দরিদ্র দেশের কাছে ঋণ কমিয়ে দিয়েছে। যদিও কিছু দেশের চাপ কমানো যায়, তবে আফ্রিকায় জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন এখনও কষ্টসাধ্য।
রাটো লুসাকায় অনুষ্ঠিত দাতা সংস্থা ও আফ্রিকার সাতটি দেশের অর্থমন্ত্রীদের সম্মেলনে এই কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আফ্রিকার দরিদ্র দেশগুলোকে অব্যাহতভাবে সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এসব দেশও অর্থনৈতিক উন্নয়নের অনুকূল নীতি কার্যকরী করে।
উল্লেখ্য, রাটো প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সংস্থা দরিদ্র দেশের প্রতি আরো নমনীয় নীতি ব্যবস্থা নেবে, যাতে এসব দেশ স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে আরো বেশি অর্থ পেতে পারে।
|