অস্ট্রেলিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনদোলিজ্জা রাইস ১৬ মার্চ ইরানের প্রতি আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, যাতে তার পরমাণু পরিকল্পনা বন্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা যায় । তিনি বিশ্বাস করেন যে ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অব্যাহতভাবে প্রভাব বিস্তার করবে।
তিনি সিডনীতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেত্রান্ডার ডাওনারের সঙ্গে বৈঠক করার পর সংবাদদাতাদের এসব কথা বলেছেন। তিনি তাঁর ভাষায় " পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তির" বরখেলাপ করে পরমাণু পরিকল্পনা উন্নয়ন ও সন্ত্রাসবাদীদের সাহায্য করার জন্যে ইরানের নিন্দা করেছেন । তিনি ইরানকে " ঝামেলা সৃষ্টিকারী দেশ" বলে অভিহিত করেছেন, এবং বলেছেন যে " ইরানকে বিশ্বাস না করার অনেক কারণ আছে।"
তাছাড়া , বৈঠককালে তিনি ইরাক সমস্যায় অনুমান করে বলেন যে , ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে আরো কয়েক বছর লাগবে ।
|