চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত রাজোভ সের্গেই ১৬ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে বিরাট সহযোগিতার অবকাশ রয়েছে। দু'দেশ প্রথমেই শক্তিসম্পদ ক্ষেত্রের সহযোগিতা বিবেচনা করবে।
একই দিন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস আয়োজিত তথ্যজ্ঞাপন সভায় তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, দু'দেশের শীর্ষ নেতারা ২০১০ সাল নাগাদ দু'দেশের বাণিজ্য মূল্য ৬০ থেকে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য উপস্থাপন করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দু'পক্ষকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও উন্নত করার নতুন প্রস্তাব দাখিল করতে হবে।
তিনি বলেন, গত বছর রাশিয়া-চীন বাণিজ্য মূল্য প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। তা ২০০৪ সালের চেয়ে ৩৭ শতাংশ বেশী।
|