সি আর আই আমার ভালবাসা
অন্তর দিয়ে ভালবাসি,
সি আর আই আমার চোখের তারা
হৃদয় রাজ্যের পূর্ণ শশী ।
সি আর আইকে ভালবাসি
বাসব ভাল জীবন ভরে,
সি আর আই আমার শান্তির নীড়
ভূলব তারে কেমন করে ।
স্বপ্ন রাজ্যের স্বপ্ন আমার
স্বপ্নে ভরা সকল আশা
দিপ্ত কন্ঠে তাই তো বলি
সি আর আই আমার ভালবাসা ।
---বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদী গ্রামের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম.এম. গোলাম সারোয়ার ।
|