v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-16 09:46:53    
বিশ্ব সমাজ ফোরাম

cri

    প্রতি বছরে বার্ষিক বিশ্ব সমাজ ফোরাম অনুষ্ঠিত হয়। ২০০৫ সাল পর্যন্ত তা মোট ছয় বার অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের বিশ্ব সমাজ ফোরাম তিনটি স্থানে অনুষ্ঠিত হয়। তিনটি স্থঅনের কোনোটাই কেন্দ্রীয় স্থানে নয়। এ তিনটি স্থান মালির বামাকো, ভেজুয়লার কারাকাস ও পাকিস্তানের করাচি।

    বিশ্ব সমাজ ফোরাম একটি অর্থনীতির বিশ্বায়ন বিরোধী বিভিন্ন দেশের বেসরকারী সংস্থার উদ্যোগে, সারা বিশ্বের বেসরকারী সংস্থা, বুদ্ধিজীবী ও সামজিক সংগঠনের প্রতিনিধিদের মহা সম্মেলন। ২০০০ সালের জুন মাসে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেসরকারী সংস্থার প্রতিনিধিরা জেনিভায় সম্মেলন অনুষ্ঠান করেন, তাতে বিশ্ব অর্থনীতি ফোরাম অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বিশ্ব সমাজ ফোরাম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ব সমাজ ফোরাম প্রতিষ্ঠার প্রথম দিকে তা বিশ্ব অর্থনীতি ফোরামের পরিপন্থী। বিশ্ব সমাজ ফোরাম অবাধ বাজারের নিয়ন্ত্রিত বিশ্বায়ন এবং "নতুন লিবেরালিজমের অতি বাড়াবাড়ি তত্পরতা জনিত সংকট, অসমতা ও অন্যায়ের বিরোধিতা" করে। কিন্তু, ২০০৩ সালে অনুষ্ঠিত তৃতীয় বিশ্ব সমাজ ফোরামের মতে, বিশ্ব সমাজ ফোরাম বিশ্ব অর্থনীতি ফোরামের বিরোধী হওয়া উচিত নয়, বরং একটি স্বাধীন স্বতন্ত্র সংস্থায় পরিণত হওয়ার উচিত। আজ, বিশ্ব সমাজ ফোরাম সারা বিশ্বের সমাজের উন্নয়নের ওপর আরো বেশী তীক্ষ্ণ নজর রাখে, বিশ্ব অর্থনীতি ফোরামের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করে।

    বৈগত পাঁচ বছরে পাঁচবার বিশ্ব সমাজ ফোরাম অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ফোরাম ভারতে অনুষ্ঠিত হওয়া ছাড়া, অন্য চারবার ব্রাজিলের আলেগ্রে অনুষ্ঠিত হয়।

    ২০০১ সালে জানুয়ারী মাসে প্রথম বিশ্ব সমাজ ফোরামে, ১২০টি দেশ ও অঞ্চলের তিন হাজারেরও বেশী প্রতিনিধি যোগ দেন। ফোরামে তৃতীয় বিশ্বের দেশগুলোর ঋণ বাতিল , পুঁজি স্থানান্তর কর আদায়, অবাধ বাণিজ্য চুক্তির বিকল্প উপায় খুঁজে বের করা ও প্রতিটি পরিবার একটি কৃষি খামার ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় ফোরামে ১২৩টি দেশ ও অঞ্চলের ১৫ হাজার প্রতিনিধি যোগ দেন। ফোরামে প্রধানত অর্থনীতির বিশ্বায়নের প্রক্রিয়ায় দেখা দেয়া সমস্যা বিশ্লেষণ করা এবং তার যথাযথ সমাধানের কিছু প্রস্তাব পেশ করা হয়। তৃতীয় বিশ্ব সমাজ ফোরামে ১৫০টি দেশ ও অঞ্চলের প্রায় এক লক্ষ প্রতিনিধি যোগ দেন। এবারকার ফোরামের একটি বৈশিষ্ট্য হল ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের সশস্ত্র শক্তি প্রয়োগের বিরোধিতা করা।

    চতুর্থ বিশ্ব সমাজ ফোরাম প্রথম বারের মতো বিশ্ব অর্থনীতি ফোরামের একই সময়ে অনুষ্ঠিত হয়। তা ২০০৪ সালের ১৬ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। ১৩২টি দেশ ও অঞ্চলের ৮০হাজারেরও বেশী প্রতিনিধি যোগ দেন। তার প্রসঙ্গ হল যুক্তরাষ্ট্রকে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের সশস্ত্র শক্তি প্রয়োগের বিরোধীতা করা, শান্তি ত্বরান্বিত করা ও বিশ্বায়ন জনিত অন্যায় আর অসমতার বিনোধীতা করা।

    পঞ্চম বিশ্ব সমাজ ফোরাম ২০০৫ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয়, ১৩৫টি দেশের বিভিন্ন মহলের ১.৫ লক্ষ ব্যক্তি যোগ দেন। অংশগ্রহণকারীরা শান্তি রক্ষা, দারিদ্র্য মোচন, শিক্ষা জনপ্রিয় করা, দুর্বল স্বার্থের সুরক্ষর, সমাজও অর্থনীতি উন্নয়নের নতুন ঘাঁচ ইত্যাদি সমস্যা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেন, এবং ৩৫০টিরও বেশী প্রস্তাব উপস্থাপন করেন।