CRI আমার সোনালী সকাল
বিকালে নিবিড় হাওয়া
CRI আমার দুপুরের রোদ
নীল সুখের কায়া।
CRI আমার পাহাড়ী ঝরনা
অতল সাগর, নদী
CRI আমার হৃদয় প্রদীপ
জ্বলে যা নিরবধি।
CRI আমার সুখের দিন
বৃষ্টি ছোয়া নিশি
CRI আমার গোধূলী বেলা
নিদ্রিত স্বপ্ন রাশি।
CRI আমার পশ্চিমে ডোবা
রক্তিম সূর্য
CRI আমার সপ্তাহ দিন
জীবনের সবকটি বর্ষ।
CRI শিশিরের ভেজা সকাল
যেভাবে মনটা কাড়ে,
CRI আছে আমার হৃদয় জুড়ে।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জুয়েল বিশ্বাস
|