শ্রীলংকা সরকারের আমন্ত্রণে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ১৪ মার্চ রাতে কলম্বো পৌঁছে শ্রীলংকায় তাঁর তিন দিন ব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাং চিয়া শুয়েন ১৫ মার্চ শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকশার সঙ্গে বৈঠক করেছেন। শ্রীলংকার বৃহত্তম বিরোধী পার্টি ঐক্য জাতীয় পার্টির নেতার সঙ্গেও তাঁর সাক্ষাত্ করার কথা রয়েছে।
জানা গেছে, সফরকালে চীন ও শ্রীলংকা চারটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে।
১৬ মার্চ তিনি শ্রীলংকা ত্যাগ করে নেপালে যাবেন।
|