 চীনের দুই বার্ষিক অধিবেশন ১৪ মার্চসমাপ্ত হয়েছে । বিদেশী সংবাদ মাধ্যম আর পন্ডিতরা এর ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন । বিশেষ করে তারা দুই অধিবেশনে গৃহিত নতুন গ্রামাঞ্চল বিনির্মাণ ও একাদশ পাঁচসালা পরিকল্পনা ইত্যাদি বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৫ মার্চ সিংগাপুরের লিয়েন হো জাও পাও পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে গৃহিত নতুন পাঁচসালা পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে যে , বৈজ্ঞানিক উন্নয়নের ধারণা আনুষ্ঠানিকভাবে চীন সরকারের পরবর্তী প্রশাসনের পথনির্দেশক নীতিতে পরিণত হয়েছে ।
দক্ষিণ কোরিয়ার সিউল ইকনমিক ডেইলি ও হেরাল্ড ইকনমিক ডেইলি পত্রিকা আর রাশিয়ার রোসিসকায়া গ্যাজেটা পত্রিকা প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে , চীনের দুই বার্ষিক অধিবেশনে অভূতপূর্ব সিদ্ধান্ত নেয়া হয়েছে । এতে দেশের সুপরিকল্পিত পুনর্গঠনের ব্যবস্থা বাজার সংস্কারের সংগে যুক্ত হয়েছে ।
ক্যানাডার একটি পত্রিকার ভাষ্যে বলা হয়েছে , গরীবদের যত্ন নেয়া জনগণের প্রতি সরকারের স্নেহ ও আদরের পরিচায়ক ।
|