দক্ষিণ আফ্রিকা সফররত জাতিসংঘের মহাসচিব কফি আনান ১৪ মার্চ দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক রাজধানী কেপ টাউনে বলেছেন, আফ্রিকার আরো দারিদ্র্য, হাঙ্গামা, দুর্ভিক্ষ, রোগবালাই ইত্যাদি বড় চ্যালেন্জ আছে , উন্নয়নের পথে চলতে চাইলে এসব সমস্যার সমাধান করতে হবে , এবং এ ক্ষেত্রে আফ্রিকানীদের নিজেদের দায়িত্ব পালন করা উচিত ।
আনান দক্ষিণ আফ্রিকার সংসদে ভাষণ দেবার সময় বলেছেন, এ কথা বলা যায় যে, আফ্রিকার সমস্যাগুলোর মূলে রয়েছে ঔপনিবেসিক ইতিহাস ও বর্তমান অন্যায্য আন্তর্জাতিক পরিবেশ । কিন্তু আফ্রিকার জনগণরও উচিত, নতুন উপায় খুঁজে বের করার জন্য নিজেদের দায়িত্ব পালন করা । দক্ষিণ আফ্রিকা এ ক্ষেত্রে যে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে, তিনি তার প্রশংসা করেছেন।
তিনি আরো বলেছেন, বর্তমান বিশ্বের সম্পদ আর ক্ষমতার অসম বন্টন ও আফ্রিকার আরেকটি গুরুত্ব চ্যালেন্জ্ঞ। এই সমস্যার সমাধানে উন্নয়নমুখী দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং অধিষ্ঠান সমন্বিত করে উন্নতদেশগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ।
|