চীনের কৃষি মন্ত্রনালয় ১৪ মার্চ হেইঞ্জ সেরিয়্যাল ঘটনার প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি প্রকাশ করেছে । বিবৃতিতে বলা হয়েছে , চীনে এখনো কোনো ট্রান্সজেনোসিস ধানের সেফটি সার্টিফিকেট অনুমোদিত হয় নি এবং কোনো ট্রান্সজেনোসিস ধানও বাণিজ্যিক উত্পাদনে কাজে লাগানো হয় নি ।
১৩ মার্চ সবুজ শান্তি সংস্থা সূত্রে জানা গেছে , পেইচিংয়ের বাজারে হেইঞ্জ সেরিয়্যাল থেকে ট্রান্সজেনোসিস ধানের উপাদান পাওয়া গেছে । অবশ্য চীনের হেইঞ্জ কোম্পানি তা অস্বীকার করেছে ।
জানা গেছে , বর্তমানে চীনে ট্রান্সজেনোসিস পণ্য হিসেবে শুধু সয়াবিন , ভুট্টা প্রভৃতি বাণিজ্যিক উত্পাদনে কাজে লাগানো হচ্ছে ।
|