চীনের রাষ্ট্রীয় বেসামরিক বিমান চলাচল অধিদফতরের মহাপরিচালক ইয়াং ইউয়ান ইউয়ান সম্প্রতি এই মত প্রকাশ করেছেন যে , চীনের মূলভূভাগ হংকংয়ের বেসামরিক বিমান চলাচলের জন্য সার্বিকভাবে উন্মুক্ত হবে ।
১৫ মার্চ পেইচিংয়ের চিংহুয়া টাইমস্ পত্রিকার খবরে প্রকাশ , ইয়াং ইউয়ান ইউয়ান বলেছেন , হংকংয়ের মাল পরিবহনের ব্যয় কমানো আর আন্তর্জাতিক বিমান মাল পরিবহনের শীর্ষস্থল হিসেবে হংকংয়ের অবস্থান নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার হংকংয়ের বেসামরিক বিমান চলাচলের জন্য মূলভূভাগকে সার্বিকভাবে উন্মুক্ত করতে প্রস্তুতি নিচ্ছে । সাধারণ বেসামরিক বিমান চলাচল ব্যুরো আশা করে যে , হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগের সংগে আলোচনা আর সংলাপের মাধ্যমে যে সব কাজ চালু করা দরকার , সে সব কাজ একই সংগে চালু হবে । এর সংগে সংগে হংকংয়ের উচিত মূলভূভাগের বেসামরিক বিমান কোম্পানির জন্যও সার্বিকভাবে উন্মুক্ত হওয়া ।
|