পূর্ব চীনের শানতুং প্রদেশের বৈদেশিক আর্থ-বাণিজ্য বিভাগ সূত্রে জানা গেছে , সম্প্রতি এই প্রদেশের বৈদ্যুতিক ভৌত কাঠামো নির্মাণ সাধারণ কোম্পানি আর ভারতের ভেদানটা এলুমিনিয়াম কোম্পানির মধ্যে ৬৩কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার মূল্যের কয়লাচালিত বিদ্যুত কেন্দ্রের নির্মাণ প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । জানা গেছে , এ পর্যন্ত এটাই প্রথম কোনো চীনা কোম্পানি যা ভারতে সবচেয়ে বেশি মার্কিন ডলার মূল্যের বিদ্যুত কেন্দ্র প্রকল্প নির্মাণ বিষয়ক চুক্তি স্বাক্ষর করলো ।
ভারতের ওড়িষ্যা রাজ্যের থারসুগুদায় অবস্থিত এই বিদ্যুত কেন্দ্রের নির্মাণকাজ দুই পর্যায়ে সম্পন্ন হবে । প্রথম পর্যায়ে ১ লক্ষ ৩৫ হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৫টি বিদ্যুত যন্ত্র এবং দ্বিতীয় পর্যায়ে অনুরুপ ক্ষমতাসম্পন্ন ৪টি বিদ্যুত যন্ত্র বসানো হবে ।
|