চীন সাফল্যের সঙ্গে গভীর ও জটিল পরিবেশ সম্বলিত সাগরের তলদেশে বড় আওতায় তদন্ত ও কাজকর্ম চালানোর জন্যে নতুন ধরনের রোবট উদ্ভাবন করেছে।
এই রোবটের উদ্ভাবক চীনের প্রকৌশল ইন্সটিটিউটের একাডেমিশিয়ান ফোং সিশেং ১৫ মার্চ সংবাদদাতাদের বলেছেন, বহুবার পরীক্ষার পর প্রমাণিত হয়েছে যে , এই ধরনের রোবট একটানা কয়েক ডজন ঘন্টা কাজ করতে পারে, এবং কয়েকশো কিলোমিটার চলতে পারে, সামুদ্রিক সম্পদ উন্নয়নে, সামুদ্রিক তেল স্থাপনাগুলোর সুরক্ষা ও বৈজ্ঞানিক তদন্ত ইত্যাদি ক্ষেত্রে এর বিরাট ব্যবহারিক প্রাধান্য আছে।
|