লেবাননের সাবেক প্রধানমন্ত্রী আল-হারিরি হত্যা মামলা তদন্তের দায়িত্ব প্রাপ্ত আন্তর্জাতিক তদন্ত কমিটি ১৪ মার্চ নিরাপত্তা পরিষদের কাছে দেয়া একটি সর্বশেষ রিপোর্টে বলেছে, সিরিয়া সাম্প্রতিক তদন্তের প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করেছে।
বেলজিয়ামের অভিশংসক সের্কে ব্রাম্মের্টজের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, গত তিন মাসে সিরিয়া সরকার আন্তর্জাতিক তদন্ত কমিটির উত্থাপিত সমস্ত চাহিদা মিটিয়েছে। বিশেষ করে, কমিটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিরিয়া পক্ষের সহযোগিতা পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক তদন্ত কমিটি সিরিয়া পক্ষের সঙ্গে দু'বার উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। দু'পক্ষ তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে। বর্তমানে এর কার্যকরীকরণের সুনির্দিষ্ট পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে।
|