v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-15 16:03:45    
১৫ মার্চ

cri
কলম্বাসের "নতুন মহাদেশ আবিষ্কার"

১৪৯৩ সালের ১৫ মার্চ কলম্বাস "নতুন মহাদেশ" আমেরিকা আবিষ্কার করেন। তবে তিনি নিজে এই নতুন মহাদেশকে ভারত বলে মনে করেন , তাই স্থানীয় আধিবাসীকে "ইণ্ডিয়ান" বলে পরিচয় দেন ।

উল্লেখ্য যে, কলম্বাসের এই নতুন মহাদেশ আবিষ্কারের কয়েকটি অনুকূল শর্ত হলো : চীনের আবিষ্কৃত কম্পাস প্রযুক্তি ইউরোপে ক্রমেই জনপ্রিয় হওয়া এবং ইউরোপের জাহাজ নির্মাণ ও নৌপরিবহণ শিল্পের উন্নয়ন। ১৪৮৬ সালে মহান নাবিক কলম্বাস স্পেনের রাজার কাছে একটি সাহসী প্রস্তাব পেশ করে বলেন যে, পৃথিবী গোলকাকার, এই তত্ত্ব অনুযায়ী ইউরোপ থেকে জাহাজ পশ্চিম দিকে চলতে থাকলে চীন এবং ভারতে পৌঁছা যায়। ১৪৯২ সালের এপ্রিল মাসে স্পেনের রাণী এবং রাজা কলম্বাসের প্রস্তাব গ্রহণ করেন। অতএব তিনি তিনটি পালতোলা জাহাজ এবং ৮৭ জন নাবিক নিয়ে রওয়ানা হন এবং অবশেষে আমেরিকা মহাদেশের বাহামাস দ্বীপপূঞ্জে পৌঁছে যান । তিনি এ জায়গাকেই ভারত বলে মনে করেন। পরে তিনি তিন তিন বার জাহাজ যোগে আমারিকা মহাদেশ যান এবং পর্যায়ক্রমে জামাইকা, পোর্টো রিকো, ডোমিনিকা , হণ্ডুরাস আর পানামা ইত্যাদি দেশ আবিষ্কার করেন এবং স্পেনের উপনিবেশ প্রতিষ্ঠার জন্য ভিত্তি স্থাপন করেন। তবে তাঁর মৃত্যুকাল পর্যন্ত তিনি বরাবরই মনে করতেন ,তাঁর আবিষ্কৃত স্থানগুলো হলো এশিয়ার প্রান্তবর্তী অঞ্চল।

চীনের গণমুক্তি ফৌজের সামরিক একাডেমি প্রতিষ্ঠা

১৯৫৮ সালের ১৫ মার্চ চীনের গণমুক্তি ফৌজের সামরিক একাডেমি প্রতিষ্ঠিত হয়। এই সামরিক একাডেমি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত দেশের গোটা বাহিনীর সমরবিদ্যা গবেষণার কেন্দ্র। মার্শাল ইয়ে চিয়েনইং এই একাডেমির প্রথম প্রেসিডেণ্ট এবং রাজনৈতিক কমিসার নিযুক্ত হন। একাডেমিটির অধীনে রয়েছে, সমরবিদ্যা গবেষণা উপদেশ, , রাজনীতি, রণনীতি, যুদ্ধাভিযান ও রণকৌশল , সামরিক ব্যবস্থা, সামরিক ইতিহাস , বিদেশী বাহিনী এবং সামরিক বিশ্বকোষ ইত্যাদি গবেষণার বিভিন্ন বিভাগ।

আন্তর্জাতিক ভোক্তা ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক ভোক্তাদের অধিকার দিবস নির্ধারণ

১৯৮৩ সালের ১৫ মার্চআন্তর্জাতিক ভোক্তা ফেডারেশন প্রতি বছরের ১৫ মার্চকে আন্তর্জাতিক ভোক্তাদের অধিকার দিবস বলে ধার্য করে। সাবেক মার্কিন প্রেসিডেণ্ট জন কেনেডি ১৯৬২ সালের ১৫ মার্চ পণ্য ভোক্তাদের " চারটি অধিকার" পেশ করেন। ভোক্তাদের এই চারটি অধিকার হলো: পণ্যের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া, সঠিক তথ্য পাওয়া স্বাধীনভাবে পণ্য বাছাই করা এবং পণ্য বা পরিসেবা ভোগ সম্পর্কে নিজেদের মতামত জানানোর অধিকার। এ চারটি অধিকার বিশ্বের সকল দেশের ভোক্তা সংগঠনের স্বীকৃতি লাভ করে।

হু চিনথাও চীনের প্রেসিডেণ্ট নির্বাচিত হন

২০০৩ সালের ১৫ মার্চ চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে হু চিনথাও চীনের নতুন প্রেসিডেণ্ট নির্বাচিত হন। উল্লেখ্য যে, অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে তিনি চীন গণপ্রজাতন্ত্রের প্রেসিডেণ্ট নির্বাচিত হন, চিয়াং জেমিন চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন, উ পাংকুও চীনের দশম জাতীয় গণকংগ্রেসের স্ট্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান এবং জেং ছিংহোং চীন গণপ্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেণ্ট নির্বাচিত হন।