v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-15 15:58:34    
সুরের ভুবন--চায়াংইয়ে এবং তাঁর প্রকাশিত নতুন CD সংকলন

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের বিখ্যাত গায়িকা চায়াংইয়ে'র নতুন প্রকাশিত "শরতকালের গান" নামে CD সংকলন সম্পর্কে আপনাদের সঙ্গে পরিচিত করবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা "মূল খুঁজে বের করা"নামে চায়াংইয়ে'র নতুন CD সংকলনের একটি গান। এই গানের সুর খুব শ্রুতিমধুর ও আবেগপূর্ণ। গানটিতে প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীদের সুগভীর গৃহকাতরতা বর্ণনা করা হয়। গানে বলা হয়েছে:

    যেখানে সূর্য উঠে, সখানে আমার জন্মস্থান।

    সখানে আমার মাতৃভূমি আছে, আর আমার মা।

    পতন পাতা অবশেষে তার শিকড়ে ফিরিয়ে দেয়।

    নদী সবসময় সমুদ্রের ভিতরে ঢালিয়া দেয়।

    বিদেশী চীনারা অবশেষে বাড়িতে ফিরে আসার পথ খুঁজে বের করেন।

    আচ্ছা, পুরো গানটি শুনবো।

    চায়াংইয়ে হচ্ছেন চীনের জাতীয় সঙ্গীত মঞ্চে একজন শক্তিশালী গায়িকা। তাঁর কন্ঠ উদাত্ত ও সদিচ্ছার এবং তাঁর পরিবেশনা আন্তরিক ও মর্মস্পর্শী বলে তিনি ব্যাপক দর্শকশ্রোতাদের সমাদর পান। "শরতকালের গান" হচ্ছে চায়াংইয়ে'র ২০০৫ সালের সেপ্টেম্বর প্রকাশিত একটি CD সংকলন।এতে মোট ১৫টি ভিন্নভিন্ন শৈলীসম্পন্ন গান অন্তর্ভূক্ত করা হয়। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে "শরতকালের গান"নামে এই CD সংকলনের প্রধান গান। গানের সুর সাবলীল, গানের কথা সহজ কিন্তু সুন্দর, কবিতার আমেজ ভরপুর। আচ্ছা, এখন আমার সঙ্গে গানটি শুনবো।

    চায়াংইয়ে চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশের ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তিনি শিল্প ক্ষেত্রে প্রতিভা প্রদর্শন করেন। ১৯৮৮ সালে চায়াংইয়ে চীনের সঙ্গীত ইন্সটিটিউটে ভর্তি হন। ৭ বছরের পর তিনি খুব ভালো সাফলতা দেখিয়ে কন্ঠশিল্পের মাস্টার্স ডিগ্রি পান এবং চীনের সঙ্গীত ইন্সটিটিউটে একজন শিক্ষক হিসেবে চাকরি করেন। শিক্ষাদানের সঙ্গে সঙ্গে তিনি বরাবরই গান গাওয়ার মঞ্চে খুব তত্পর। গত শতাব্দীর আশি'র দশকের শেষ নাগাদ পর তিনি বহুবার চীনের বিভিন্ন ধরনের কন্ঠশিল্প প্রতিযোগিতায় পুরস্কার পান। তাঁর গাওয়া "নতুন সময়পর্বে প্রবেশ করা" "সুখ ঝরণা" "চীনের ঢাক" প্রভৃতি গান চীনের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে প্রচলিত হয়। তাঁর মিষ্টি ও সাদর গান গাওয়ার শৈলী শ্রোতাদের মনে সুন্দর ছাপ ফেলে দিয়েছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে "চীনের ঢাক"। তা সুগভীর উত্তর চীনের লোকগীতির শৈলীসম্পন্ন একটি গান। ছন্দ দ্রুত, খুব আনন্দদায়ক।

    বিভিন্ন শৈলীসম্পন্ন লোকসঙ্গীত গাইতে চায়াংইয়ে খুব সুদক্ষ। এই CD সংকলনে আরো দু'টি পুরানো গান অন্তর্ভূক্ত করা হয়। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসাথে "জীবনের সুখ সুদীর্ঘকালীন হোক"নামে একটি পুরানো গান শুনবো। এই গান চীনের সোং রাজবংশের সাহিত্যিক সুশি'র একটি খুব বিখ্যাত কবিতা অনুসারে রচিত হয়। চীনের অনেক জনপ্রিয় গায়ক-গায়িকা এই গান গেয়েছেন। গানের সঙ্গীতে চীনের প্রাচীন জাতীয় বাদ্যযন্ত্র সুরে বাঁধা ঘন্টুপুঞ্জের ধ্বনি শোনা যায়। চায়াংইয়ের কন্ঠস্বরে প্রাণবন্তভাবে জীবনের বেদনা, আনন্দ, বিদায় ও পুনর্মিলন অনুভূতি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন আমরা একসাথে গানটি উপভোগ করবো।

    আচ্ছা, সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হলো। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সন্দর থাকুন।