চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিন কাং আশা করেন যে , জাপান পক্ষ সুষ্ঠুভাবে তাইওয়ান , ইতিহাস প্রভৃতি সমস্যা নিষ্পত্তি করবে এবং চীনের সংগে মিলিতভাবে দুদেশের সম্পর্কোন্নয়ন ত্বরান্বিত করবে ।
১৪ মার্চ পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে সংবাদাতাদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , চীন পক্ষ আশা করে যে , জাপান ইতিহাস থেকে শিক্ষা নেয়া আর ভবিষ্যতমুখী হওয়ার মনোভাব পোষণ করে দুদেশের তিনটি রাজনৈতিক দলিলে নির্ধারিত নীতি মেনে চলবে , বিশেষ করে দুদেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি সুরক্ষা করবে ।
তিনি আশা করেন যে , জাপান পক্ষ কার্যকরভাবে তার আগ্রাসী যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নেবে এবং দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ত্বরান্বিত করবে ।
|