|
ডোমিনিকা, ব্রাজিলের উচ্চপদস্ত নেতাদের চীন সফর আসন্ন
cri
|
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৪ মার্চ বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে ডোমিনিকার প্রেসিডেন্ট নিকোলাস লিভারপুল এবছরের মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন।
চীনের ভাইস-চেয়ারম্যান জেং ছিংহেংয়ের আমন্ত্রণে ব্রাজিল প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট জোসে আলেনকার মার্চ মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত চীনে আনুষ্ঠানিক সফর করবেন। সফরকালে চীনের উপ-প্রধানমন্ত্রী উই ভাইস-প্রেসিডেন্ট আলেনগারের সঙ্গে পেইচিংয়ে চীন-ব্রাজিল উচ্চ পর্যায়ের পরামর্শ ও সহযোগিতা কমিটির প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন।
|
|