১৩ মার্চ বিকেলে জাতি সংঘ ৬০ত সাধারণ পরিষদের বাজেট বিষয়ক পঞ্চম কমিটির অধিবেশনে জাতি সংঘের সদস্যদের চাঁদা ভাগাভাগির অনুপাত নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে । জাপান গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর ন্যূনতম চাঁদার মানদন্ড নির্ধারণ সংক্রান্ত যে প্রস্তাব পেশ করেছে , রাশিয়া , চীন প্রভৃতি দেশ তার সমালোচনা করেছে ।
জাতি সংঘস্থ চীনের স্থায়ী উপ-প্রতিনিধি চাং ই সান আর রাশিয়ার একজন প্রতিনিধি বলেছেন , জাপানের প্রস্তাব তার রাজনৈতিক কৌশলের পরিচায়ক । তা অর্থনৈতিক সামর্থ্য অনুসারে চাঁদা জমা দেয়ার নীতি লংঘন করেছে । চীন আর রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে না বলে স্পষ্টভাষায় মত প্রকাশ করেছে । থাইল্যান্ডের একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিনিধি বলেছেন , এই প্রস্তাব এখনো অন্যান্য দেশের প্রতিক্রিয়া পায় নি ।
|